
স্বীকৃতি বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ
যশোর জেলার মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের পাঁচাকড়ি গ্রামের নিজের মাছের ঘের থেকে ভোলা নাথ বিশ্বাস নামে এক কৃষকের মৃতদেহ আজ ( মঙ্গলবার) দুপুর আনুমানিক সাড়ে বারটার দিকে উদ্ধার করা হয়েছে। মৃতের কোমর ও পায়ে দড়ি দিয়ে বাঁধা ছিল। খবর পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।
মৃতের ছেলে পরিমল বিশ্বাস জানান, তার বাবা সোমবার ভোরে বাড়ির পাশে অবস্থিত মাছের ঘেরে যান। এরপর বাড়ি ফেরেনি। খোঁজার পর না পাওয়ায় মাছের ঘেরের পানিতে দড়ি টানা হয় এবং আজ মঙ্গলবার দুপুর আনুমানিক সাড়ে বারটায় মাজায় ও পায়ে দড়ি বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করা হয়।
ছেলের দাবি, মাছের ব্যবসায় ক্ষতি হওয়ায় কিছুদিন ধরে হতাশায় ভুগছিলেন।সম্ভাবতঃ এ কারনে তার বাবা আত্মহত্যা করতে পারেন।
স্থানীয় ফাড়ি ইনচার্জ আতিকুজ্জামান জানান, এটি আত্মহত্যা কিনা তা এখনি বলা যাচ্ছে না। ময়না তদন্তের পর পরিস্কার হবে। এ রিপোর্ট লেখার পূর্ব পর্যন্ত লাশ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়াধীন ছিল।