
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ১১:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১, ২০২২, ৭:৫৭ পি.এম
ঘাটাইলে আগুনে পুড়ে ছাই বসতঘর

মোঃ সবুজ সরকার সৌরভ ,ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইল ঘাটাইলে আগুনে এক অটোচালকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলার আঠারোদানা গ্রামে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে কালিহাতী ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, পুড়ে যাওয়া বসত ঘরটি উপজেলার আঠারদানা গ্রামের হুরমুজ আলীর। সে পেশায় একজন অটোভ্যান চালক। ঘরে আগুন লাগার সময় বাড়িতে হুরমুজ ভূইয়ার ৫ বছরের নাতি(মেয়ের ঘরের ছেলে) সোহাগ ছাড়া আর সবাই বাড়ির বাহিরে ছিল। ঘরে আগুন জ্বলতে দেখে সোহাগ ডাক চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।
কালিহাতি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নজরুল ইসলাম মিয়া জানান, বৈদুৎতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আমরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
বাড়ির মালিক হুরমুজ ভূইয়া বলেন, এ সময় ঘরে থাকা ধান, চাউল, সরিষা,দলিলপত্র, ফ্রিজ, টিভি সহ সকল আসবাপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।