
মোঃ সনজব আলী হবিগঞ্জ জেলা স্টাফ রিপোর্টারঃ
শায়েস্তাগঞ্জ উপজেলার নবাগত নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম সাংবাদিকদের সাথে পরিচিতি সভা ও মতবিনিময় করেছেন। মঙ্গলবার(১ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভা কক্ষে পরিচয় পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাপ্তাহিক জনতার দলীল পত্রিকার সম্পাদক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ স ম আফজাল আলী, শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম সবুজ, শায়েস্তাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহ মোঃ হুমায়ুন কবীর, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুর রকিব, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল হক বুলবুল, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দীন রুমি।
এছাড়াও উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ ডট কমের সম্পাদক সাখাওয়াত হোসেন টিটু, যুগান্তরের উপজেলা প্রতিনিধি কামরুজ্জামান আল রিয়াদ, সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, আব্দুল হক রেনু, কামরুল হাসান, সৈয়দ আজিজুর রহমান, শাহ মোস্তফা কামাল, মাওলানা আব্দুল কাদির, মাসুক ভান্ডারী, মুহিন শিপন প্রমুখ।
এসময় সাংবাদিকরা সদর উপজেলার বিভিন্ন সমস্যা যেমন- মাদক নির্মূল, ভেজাল খাদ্য রোধে অভিযান পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে মুক্ত আলোচনা করলে, নবাগত নির্বাহী অফিসার সেগুলো বাস্তবায়ন করার আশ্বাস দেন।