
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ৪:১০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৯, ২০২২, ৬:১৮ পি.এম
রাণীশংকৈলের নব-নির্বাচিত তিন ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত
মাহাবুব আলম, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নব নির্বাচিত ৩ জন চেয়ারম্যান সোমবার (২৯ আগস্ট) সকালে শপথ নিয়েছেন। ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ৩ জন চেয়ারম্যানকে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মাহবুবুর রহমান।
তৃতীয় ধাপের বাদ পড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নন্দুয়ার ইউনিয়নে আব্দুল বারী,বাচোর ইউনিয়নে জিতেন্দ্র নাথ বর্মন এবং হোসেনগাঁও ইউনিয়নে মতিউর রহমান মতি নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন।গত ২৭ জুলাই রাণীশংকৈল উপজেলার ৮ টি ইউনিয়নের মধ্যে বাদ থাকা তিনটি ইউনিয়ন পরিষদে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলা প্রশাসক ছাড়াও উপস্থিত ছিলেন, এডিএম রাম কৃষ্ণ বর্মণ, জেলা নির্বাচন অফিসার সফিকুল ইসলামসহ জেলা প্রশাসন ও নির্বাচন অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দরা । এ সময় জেলা প্রশাসক তাদেরকে সঠিকভাবে দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। শেষে জেলা প্রশাসক নবনির্বাচিত চেয়ারম্যান বৃন্দদেরকে ফুল দিয়ে বরণ করেন।
প্রসঙ্গত: আগামী মঙ্গলবার (৩০ আগস্ট) মঙ্গলবার সকালে ওই ৩ ইউনিয়নের সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহণ ইউএনও'র নেতৃত্বে রাণীশংকৈল উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।