
মোঃ অপু খান চৌধুরী।।
কৃষিপ্রধান বাংলাদেশে খাদ্য উৎপাদনের প্রধান ভুমিকা পালন করে আমাদের দেশের প্রান্তিক কৃষক। তারা আমাদের শরীরের জন্য প্রোটিনের চাহিদা মেটায় বিভিন্ন প্রাণির খামার করে উৎপাদনের মাধ্যমে। মাননীয় প্রধানমন্ত্রীর নেত্রীত্বে বাংলাদেশ এখন খাদ্যে সয়ংসম্পূর্ণ। আগামী কিছুদিন পর বাংলাদেশ খাদ্য রপ্তানি করে বৈদেশিক মূদ্রা আয় করবে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।
গতকাল ১লা মার্চ ব্রাহ্মণপাড়া উপজেলার মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আবুল হাসেম খান এমপি একথা বলেন।
উক্ত অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানার সভাপতিত্বে এবং উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ শুভ সূত্রধর এর সঞ্চালনায় স্বাগত বক্ত্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইজমাল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ জাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা হক পপি।
উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নজরুল ইসলাম, জেলা ট্রেনিং অফিসার কৃষিবিদ চন্দন কুমার পুদ্দার, জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডাঃ সৈয়দ মোঃ নজরুল ইসলাম, ব্রাহ্মণপাড়া থানা নির্বাহী অফিসার অপ্পেলা রাজু নাহা, উপজেলা প্রকল্প কর্মকর্তা এনামুল হক, কৃষি কর্মকর্তা, মৎস কর্মকর্তা, মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজেরর প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী, অধ্যক্ষ আলতাফ হোসেন, ব্রাহ্মণপাড়া ইউপি চেয়ারম্যান জহিরুল হক, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মনির চৌধুরী, প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারী, দর্শনার্থীগণ।
প্রদর্শনী অনুষ্ঠানে গবাদি প্রাণি, সৌখীন পাখী ও প্রাণিসম্পদপ্রযুক্তি এই তিনটি ক্যাটাগরিতে ৪০ টি স্ট্রলে ৪০ জন খামারী অংশ গ্রহণ করে। প্রদর্শনী শেষে প্রতিটি ক্যাটাগরি থেকে ৩ জন করে মোট ৯ জনকে পুরস্কৃত করা হয় এবং প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রত্যেক খামারীকে সনদপত্র প্রদান করা হয়।