বাংলাদেশ ১০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :

সাংবাদিক নিয়োগ চলছে,, সাংবাদিক নিয়োগ চলছে,,০১৯৯৯-৯৫৩৯৭০, ০১৭১২-৪৪৬৩০৬,০১৭১১-০০৬২১৪ সম্পাদক

     
ব্রেকিং নিউজ ::
জেলা পরিষদের সদস্য ও বাইশারীর কৃতি সন্তানদের গণসংবর্ধনা চট্টগ্রামে আঞ্চলিক গানের কিংবদন্তি শিল্পী শেফালী ঘোষ সরকারি চাকুরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎকারি শীর্ষ প্রতারক হাবিবুল্লাহ হাবিব কারিকরকে গ্রেফতার করে র‌্যাব। জিয়া সেতুতে অবৈধ ডাম্প ট্রাক না চলার হুঁশিয়ারি ঘূর্ণিঝড় সিডর স্মরণে রাঙ্গাবালীতে মোমবাতি প্রজ্জ্বলন। কালুরঘাট সেতুর কাজ ফেব্রুয়ারি থেকে শুরু হবে : সেতু উপদেষ্টা ব্রাহ্মণপাড়ায় বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ভারতীয় মালামাল জব্দ পীরগঞ্জে আবু সাঈদের কবর জেয়ারত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ও আমার দেশ পত্রিকার সম্পাদক। ইন্দুরকানিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল পিরোজপুরে জোড়া খুন এর মামলায় ২১ বছরের সাজাপ্রাপ্ত আসামী খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা ও আপনজন সম্মাননা চাঁদা আদায়ের উদ্দেশ্যে অপহৃত মসজিদের ইমাম হাফেজ সোলাইমান কে উদ্ধার অপহরণকারী দাদনকে গ্রেফতার করেছে র‌্যাব। নাটোরে ভোরের চেতনা পত্রিকার ২৬ তম বর্ষপূর্তী উদযাপিত। বিস্ফোরক আইনে প্রধান শিক্ষক শফিক গ্রেফতার বিএনপি নেতা – কর্মীদের ওপর বোমা হামলার অভিযোগ

গবেষণা মঞ্জুরি বৃদ্ধির দাবি ‘বিশ্ববিদ্যালয় পরিষদের’

আপডেট সময় ০৯:২৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
জবি প্রতিনিধি।
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য গবেষণা মঞ্জুরি বৃদ্ধি ও বিদেশি জার্নালে গবেষণা প্রতিবেদন প্রকাশে আর্থিক সহায়তা প্রদানসহ নয় দফা দাবি জানিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ ‘বিশ্ববিদ্যালয় পরিষদ’।
গত (রবিবার) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মো. আবু তাহেরের সঙ্গে ইউজিসিতে অনুষ্ঠিত এক বৈঠকে এ দাবি জানান হয়  পরিষদের নেতৃবৃন্দরা।
সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (কৃবি) উপাচার্য প্রফেসর ড. গিয়াসউদ্দীন মিয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য প্রফেসর ড. মো. ইমদাদুল হক, নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোপ্রবি) উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য প্রফেসর ড. শহীদুর রশীদ ভুঁইয়া এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি)  উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
বৈঠকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় পরিষদের কোষাধ্যক্ষ প্রফেসর ড. শহীদুর রশীদ ভুঁইয়া সুনিদিষ্টি নীতিমালার ভিত্তিতে প্রতিটি বিশ্ববিদ্যালয়কে আনুপাতিক এবং বর্ধিত হারে গবেষণা মঞ্জুরি প্রদান এবং প্রতি বছর আনুপাতিক হারে বৃদ্ধির দাবি জানান।
তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে বিদেশে অনুষ্ঠিত কনফারেন্স বা সেমিনারে যোগদানের জন্য নির্দিষ্ট খাত ভিত্তিক অর্থ মঞ্জুর করা, বিভিন্ন ধরনের দায়িত্ব ভাতা প্রদান, স্কয়ার ফিটে বাসা ভাড়া কর্তন, প্রভিডেন্ট ফান্ডের মুনাফা ১৩ শতাংশ নির্ধারণ এবং উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারদেরকে বিভিন্ন ধরনের ভাতার আওতায় আনার দাবি জানান।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের ০৯ দফা দাবি বিষয়ে ইউজিসি সদস্য প্রফেসর ড. আবু তাহের বলেন, গুণগত উচ্চশিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় পরিষদের যৌক্তিক দাবিসমূহ পূরণের বিষয়ে ইউজিসির উচ্চ পর্যায়ে আলোচনা করা হবে। তিনি আরও বলেন, ইতোমধ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বাজেট বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।