
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ৬:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২২, ৬:৪৫ পি.এম
পিরোজপুরে জেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন
গাজী এনামুল হক (লিটন)
নিজস্ব প্রতিনিধিঃ
পিরোজপুরে জেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার দুপুর ১২ টায় পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে জন্মদনি পালন উপলক্ষে এ কেক কাটা অনুষ্ঠিত হয়।
কেক কাটা অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, পিরোজপুর পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান মালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুনিরা পারভীন সহ বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, সরকারী শিশু পরিবারের সদস্যরাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮১ সাল থেকে দেশ ও দেশের মানুষের জন্য যে পরিশ্রম করছেন সেই ঋণ কখনোই শোধ করা যাবে না। প্রত্যেকটি সেক্টরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোঁয়ায় দেশের মানুষ আজ অনেক ভালো আছে।
জন্মদিনে কেক কাটা অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করলেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।