
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ৯:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২২, ১১:৫৬ এ.এম
নেত্রকোণা পূজামন্ডব পরিদর্শন করেন জেলা প্রশাসক অন্জনা খান মজলিশ
নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণা শহরের বিভিন্ন পূজামন্ডব পরিদর্শন করেন জেলা প্রশাসক অন্জনা খান মজলিশ।
আজ বিকেলে শহরের বড় বাজারের সকল পূজামন্ডব, সাতপাই কালিবাড়ি মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার, প্যানেল মেয়র এস এম মহসিন আলম, নেত্রকোণা মডেল থানার অফিসার ইনসার্জ খন্দকার শাকের আহমেদ, পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সকল মন্দিরের সভাপতি ও সাধারন সম্পাদকসহ আরো অনেকে।
পরে জেলা প্রশাসক অন্জনা খান মজলিশ সুন্দর ভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে ও সিসি ক্যামেরাগুলো সব সময় সচল রাখার নির্দেশ প্রদান করেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।