*প্রেস বিজ্ঞপ্তি*
গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন সূত্রাপুর এলাকা হতে ৪৭৯ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১॥ মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি প্রাইভেটকার জব্দ।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
র্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত মাদক ব্যবসায়ী, অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ০১ অক্টোবর ২০২২ তারিখ র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী নীলফামারী জেলা হতে টাঙ্গাইল হয়ে ০১ টি প্রাইভেটকার যোগে ফেন্সিডিল এর একটি বড় চালান নিয়ে গাজীপুর জেলার দিকে আসছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি গত ০১ অক্টোবর ২০২২ তারিখ আনুমানিক ১৭.৫০ ঘটিকায় গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন সূত্রাপুর সাকিনস্থ শিলাবৃষ্টি সিএনজি ফিলিং ষ্টেশন এর সামনে টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের উপর অস্থায়ী চেকপোষ্ট পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ ফারুক মোল্লা (৪৫), পিতা-মৃত রাজ্জাক মোল্লা, জেলা-নড়াইল’কে গ্রেফতার করে।
এসময় ধৃত আসামীর নিকট হতে ৪৭৯ বোতল ফেন্সিডিল, মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি প্রাইভেটকার, ০২ টি মোবাইল ফোন ও নগদ ১৩,৭০০/- টাকা উদ্ধার করা হয়।
ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল প্রাইভেটকারে পরিবহন করে গাজীপুর সহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানা হস্তান্তর করা হয়েছে।
স্বাক্ষরিত/-
নোমান আহমদ
সিনিয়র সহকারী পুলিশ সুপার
সিনিয়র সহকারী পরিচালক (অপস্ অফিসার)
অধিনায়কের পক্ষে
ফোনঃ ৪৮৯৬৩১৫২।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]