
মাসুদ রেজা, সিরাজগঞ্জে জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ কেএম হোসেন আলী হাসান ও সাধারণ সম্পাদক পদে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার নির্বাচিত হয়েছেন। এরপর থেকেই দিনভর ফুলেল শুভেচ্ছায় সিক্ত নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।
গতকাল সোমবার (২৮ ফেব্রুয়ারী) সকাল ১০ টা থেকে শুরু হওয়া সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে দীর্ঘ ৭ বছর পর আওয়ামী লীগের এই ত্রি-বার্ষিক সম্মেলনে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডঃ কেএম হোসেন আলী হাসানকে সভাপতি ও আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদারকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।
সিরাজগঞ্জের গণমাধ্যম কর্মী থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠনসহ সকল উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় ব্যস্ত সময় পার করেছেন নির্বাচিতরা। সিক্ত হয়েছেন শুভকামনায়।
শাহজাদপুর উপজেলার আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ। সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি-হেলাল উদ্দিন, সাধারন সম্পাদক সেলিম আহমেদ, সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না, সাধারন সম্পাদক- সিরাজগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিম রেজা দিপু সাংবাদিক মহির উদ্দিন ও সাংবাদিক আল আমিন এর নেতৃত্বে গণমাধ্যম কর্মীরাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।