
আমিরুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধিঃ
পুলিশি ব্যারিকেটের মধ্যে দিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে নাটোর জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সকালে শহরের আলাইপুরস্থ দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের জন্য জড়ো থাকে দলীয় নেতা-কর্মীরা।
এসময় আওয়ামীলী, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতা কর্মীরা বাধা প্রদান করে। পুনরায় পুলিশি ব্যারিকেটের মধ্যে সংক্ষিপ্ত ভাবে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। এসময় দলের চেয়ারপার্সনের উপদেষ্টা মশিউর রহমান, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু সহ দলের নেতা কর্মীরা বক্তব্য দেন।
এসময় বিএনপি কর্মসূচী পন্ড করতে দফায় দফায় বাধা প্রদান করে আওয়ামীলী, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতা কর্মীরা। তারা মিছিল নিয়ে বিএনপির কার্যালয়ের ভিতর প্রবেশ করার চেষ্টা করল পুলিশ বাধা দেয়। পরে পুলিশ বিএনপি নেতা কর্মীদের অফিসে ভিতর ঢুকিয়ে দেয়। এই কর্মসূচীকে কেন্দ্র করে বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন রয়েছে।