
রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতাঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর ৪নং কলচমার ওয়ার্ড কাউন্সিলর ও মাটি ব্যবসায়ী মনির হোসেন রানাকে ভ্রাম্যমাণ আদালতে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মনিরা খাতুন গতকাল দুপুরে ভেকু ব্যবহার করে কৃষি জমির মাটি কেটে ইট ভাটা মালিকদের কাছে বিক্রি এবং অবৈধ ট্রলি ব্যবহার করে মাটি, ইট পরিবহনের অপরাধকে আমলে নিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন,২০১৩ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় তিনজন ব্যক্তিকে পৃথক তিনটি মামলায় মোট ১,৫০০০০ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। সূত্রে জানা যায়, কাউন্সিলর মনির হোসেন রানা বিগত ২ মাস থেকে নোয়াগাও ইউনিয়নের লাইজার মাঠে থেকে ফসলি জমি নষ্ট করে ১৫/২০ গভীর পুকুর খনন করে ট্রলি ও পিকআপ ভ্যান দিয়ে ইটভাটার সাথে মাটি ব্যবসা করে আসছে।
এতে ওই এলাকা রাস্তাঘাট, ব্রীজ, কালভাট নষ্ট হয়ে যাচ্ছে ও খননকৃত পাশ্ববর্তি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং ধুলাবালিতে জনগনের চলাচলে জনদূর্ভোগের সৃষ্টি হয়। একজন জনপ্রতিনিধির দ্বারা সমাজের এমন ক্ষয়ক্ষতিতে মানুষের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। ভ্রাম্যমান আদালতে ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন জানান, ভেকু ব্যবহার করে জমির টপ সয়েল কেটে বানিজ্যিক ভাবে ইটভাটায় বিক্রি করার অপরাধে এবং নিষিদ্ধ ট্রলি চলাচলে এ জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।