
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ১১:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২২, ৬:১৩ পি.এম
ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে ত্রিশালে বিজয়ী আব্দুল্লাহ আল মামুন সংরক্ষীত সালমা বেগম।
আব্দুল্লাহ আল ফাহাদ ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে ত্রিশালে বিজয়ী হয়েছেন মো. আব্দুল্লাহ আল মামুন(হাতি), তাঁর প্রাপ্ত ভোট ৭৫ ।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফুল আলম সজিব (তালা) প্রতীক নিয়ে পেয়েছেন ৫২ ভোট। অন্য প্রার্থী মোহা. মেজবাহ উদ্দিন উজ্জ্বল (টিউবওয়েল) প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫ ভোট।
সংরক্ষিত মহিলা আসনে সালমা বেগম (দোয়াত কলম) প্রতীক নিয়ে পেয়েছেন ১৩২ ভোট, নাজমা খাতুন (ফুটবল) ৩৪ ভোট ও শিরিনা খাতুন (মাইক) কোন ভোট পাননি।
চেয়ারম্যান পদে ত্রিশাল উপজপলা থেকে আমিনুল ইসলাম শাহীন (চশমা) ৮৬ ভোট, অধ্যাপক ইউসুফ খান পাঠান (আনারস) ৭৩ ভোট, নূরুল ইসলাম রানা (ঘোড়া) ১৩ ভোট ও হামিদুল ইসলাম (মোটরসাইকেল) ০০ ভোট পেয়েছেন।
ত্রিশাল উপজেলা পরিষদের প্রয়াত রাশেদুল ইসলাম কনফারেন্স রুমে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ত্রিশালে মোট ভোটার সংখ্যা ১৭৪ জন। তন্মধ্যে ১৭২ জন ভোট দিয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।