
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ১১:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২২, ৭:৫৫ পি.এম
জেলা পরিষদ নির্বাচন রাণীশংকৈলে সদস্য স্বপন মহিলা সদস্য রিপা নির্বাচিত।
মাহাবুব আলম, রাণীশংকৈল( ঠাকুরগাও)প্রতিনিধি।।
জেলা পরিষদ নির্বাচনে সোমবার (১৭ অক্টোবর) জেলা পরিষদের নির্বাচনে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আব্দুল বাতিন স্বপন(,তালা প্রতিক)৯৪ ভোট পেয়ে সদস্য পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনোয়ারুল ইসলাম (টিউবওয়েল) পেয়েছেন ১৯ ভোট।
অপরদিকে রাণীশংকৈল, পীরগঞ্জ ও হরিপুর তিন উপজেলা মিলিয়ে ১৮২ ভোট পেয়ে সাবিনা ইয়াসমিন রিপা (ফুটবল) মহিলা সদস্য পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সেতারা হক( দেওয়াল ঘড়ি) পেয়েছেন ১৩৮ ভোট।
প্রশনগতঃএ উপজেলায় সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে র্প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন সমাজ সেবা অফিসার আব্দুর রহিম।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।