
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ১১:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২২, ১১:২০ পি.এম
পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এ্যডঃ হাফিজুর রহমানের নিরঙ্কুশ বিজয়
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- মনজুর মোর্শেদ তুহিন :
পটুয়াখালীতে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী এ্যডঃ হাফিজুর রহমান। ৫৮৩ ভোট পেয়ে ঘোড়া প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন তিনি।
সোমবার (১৭ অক্টোবর) পটুয়াখালীর ৮টি উপজেলায় সকাল ৯টা থেকে চলে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিজয়ীর প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত আনারস প্রতীকের খলিলুর রহমান মোহন পেয়েছেন ৪৮৬ ভোট।
এর আগে পটুয়াখালীর বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মো. সাইদুল ইসলামসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ নির্বাচনে পটুয়াখালীতে চেয়ারম্যান পদে তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন, স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতিকের হাফিজুর রহমান ও মো. মাকসুদুর রহমান। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে সাতজন এবং সাধারণ আসনে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে নির্বাচনকে ঘিরে বরিশাল বিভাগের ছয় জেলার মধ্যে পাঁচ জেলাতেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পুরো বরিশালের চোখ ছিলো পটুয়াখালীর দিকে।
প্রতিটি ভোট কেন্দ্রে প্রায় শতভাগ ভোট কাস্টিং হলেও প্রতিটি ভোট কেন্দ্রে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বিজয়ী প্রার্থী হাফিজুর রহমান গণমাধ্যমে বলেন, আমি সব ভোটার, নির্বাচন কমিশন, প্রশাসন এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই। আমি যা যা প্রতিশ্রুতি দিয়েছি, তার সবগুলোই পালনে চেষ্টা করবো।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।