
হেলাল উদ্দিন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার ” প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৪র্থ জাতীয় ভোটার দিবস উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে র্যালি, আলোচনা সভা, নতুন ভোটারদের ছবি তোলা ও স্মার্টকার্ড বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (২ মার্চ) সকাল ১১ টায় উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানীর সরকার। আলোচনা সভায় বক্তব্যকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিনুর রহমান বলেন, ২০১৮ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে গণতন্ত্র নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতি বছরের ১ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। এক বছর ভোটার দিবস পালনের পরে এই তারিখ পরিবর্তন করে ২ মার্চ করা হয়। তিনি আরো বলেন, চতুর্থ বারের মতো (২ মার্চ) পালিত হচ্ছে জাতীয় ভোটার দিবস।
এসময় আলোচনা সভার সভাপতির উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস বলেন, যারা দায়িত্বরত আছেন, সেবা ভোগীর সাথে ভাল আচরণ করবেন এবং তাদের যাতে ভোটার আইডির জন্য ভোগান্তিতে পরতে না হয় সেদিকে খেয়াল রাখবেন।
আলোচনা সভায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।