
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৯:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২২, ১১:১১ পি.এম
সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে প্রাণে বেঁচে গেল জেলে
শেখ সোহেল, বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাটের পূর্ব সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে গাছে উঠে প্রাণে বেঁচেছেন মোঃ ওমর মোল্লা (৫০) নামের এক জেলে। বুধবার (১৯ অক্টোবর) বিকেলে সুন্দরবনের শ্যালানদীর নির্গামারী এলাকা থেকে তাকে উদ্ধার করেন স্থানীয়রা ওমর মোল্লা মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকার মৃত তৈয়ব আলী মোল্লার ছেলে।
জেলে ওমর মোল্লাকে উদ্ধারে যাওয়া জয়মনি এলাকার ৭নং ওয়ার্ডের বাসিন্দা সুমন হাওলাদার বলেন, সুন্দরবনের চাঁদপাই স্টেশন থেকে পাশ নিয়ে এদিন সকালে সুন্দরবনের ভিতরে কাকড়া ধরতে যান ওমর।
দুপুর ২টার সময় তার বাড়ি ফিরে আসের কথা থাকলেও আর তিনি ফেরেননি। বিকেলের দিকে ওমর মোল্লা মোবাইল ফোনের মাধ্যমে আমাদেরকে বাঘের তাড়া খেয়ে গাছে আশ্রয় নেয়ার কথা জানান তিনি বলেন, যে কোনো রকম এ প্রাণে বেঁচে গেছি।
পরে আমরা বন বিভাগের অনুমতি নিয়ে ১০-১২ জন সুন্দরবনের ভিতর যাই। সন্ধ্যার কিছুক্ষণ আগে ওমরকে উদ্ধার করতে সক্ষম হই।
এ বিষয়ে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার আজাদ কবীর বলেন, বাঘের তাড়া খেয়ে এক জেলের গাছে আশ্রয় নেওয়ার কথা জেনেছি। আমরা তার খোঁজখবর নিয়েছি। তিনি সুস্থ রয়েছেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।