
শেখ আবদুল্লাহ আনোয়ারা (চট্রগ্রাম) প্রতিনিধি
আনোয়ারা উপজেলার এনজিও সংস্থা প্রত্যাশীর আয়োজনে গ্রিভেন্স ম্যানেজমেন্ট কমিটি(জিএমসি)গঠন সভা অনুষ্ঠান ।
বুধবার (২ মার্চ)বিকালে বৈরাগ ইউনিয়ন পরিষদের হল রুমে সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রজেক্ট অফিসার হাসনাত হায়দার ইহাদ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১নং বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোয়াব আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা ইউপি সদস্য রুমি আক্তার, বতলু আক্তার, বুলবুল আক্তার, ইউপি সদস্য মোর্শেদ আলম, মোহাম্মদ ইদ্রীস, রুপম বসু, রুবেল। এছাড়া ও আরো উপস্থিত ছিলেন উপজেলার সমন্বয়ক মোঃ সাফায়েতুজ্জামান, বৈরাগ ইউনিয়নের স্যোসেল মোভিলাইজার মোঃ আবুল ফয়েজ, বটতলী ইউনিয়নের স্যোসেল মোভিলাইজার মোঃ আব্দুল বাসেত প্রমুখ ।
সভা একটি কমিটি গঠন করা হয়, যে কমিটি গঠন হলো তার কাজ হচ্ছে বিদেশ গমনকারীদের পাসে দাড়ানো জন্য হাত বাড়িয়ে দিয়েছে। প্রত্যাশী নামক সংস্থা এই সংস্থা ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার ও গণমান্য ব্যক্তিদের নিয়ে প্রত্যারিত ব্যক্তিদের পাসে দাড়ানো জন্য এই কমিটি পরিচালিত হচ্ছে সুইজারল্যান্ড আর্থিক সহয়তা হেলবেটাস টেকনিক্যাল সার্পোট BNBLA আইনি সহয়তা মাধ্যমে প্রত্যাশী কার্যক্রমটি রুট লেভেল এ বাস্তবায়িত করে যাচ্ছে।