
মোঃ অপু খান চৌধুরী।।
“নেই আয়োজন নেই আভরণ” কি দিয়ে তোমাদের করিব বরণ, পেতেছি তাই তো হৃদয়ে আসন, তোমাদের করিব বলে” এ শ্লোগানকে ধারণ করে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত শ্রেষ্ঠ বিদ্যাপীঠ মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কলেজ মাঠে মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজ পরিবারের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে ও প্রভাষক সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদ এর হিতৈষী সদস্য মোশাররফ হোসেন খান চৌধুরীর সহধর্মিনী ফয়জুন নাহার চৌধুরী।
এসময় কলেজের সহকারী অধ্যাপক মানস কুমার রায়, সহকারী অধ্যাপক কবীর আহমদ, প্রভাষক নেছার আহাম্মেদ, প্রভাষক বশির আহাম্মদ ভূইয়া, প্রভাষক শহিদুল ইসলাম, হুমায়ন কবির, প্রভাষক লিপি রানী সরকার, শরীরচর্চা শিক্ষক নজরুল ইসলামসহ কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ঝাঁকজমকপূর্ণ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।