
মোঃ অপু খান চৌধুরী।।
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থীদের অংশগ্রহনে এই স্মৃতিচারণ আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত মুক্তিযোদ্ধারা যুদ্ধকালীন তাদের অবস্থান ও যুদ্ধের উল্লেখযোগ্য অংশের স্মৃতিচারণ করে মূল্যবান বক্তব্য রাখেন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহাম্মদের পরিচালনায় ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের।
উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া মাষ্টার ও নুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহাম্মদ, শিক্ষা কর্মকর্তা সেলিম মুন্সী, নির্বাচন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, বিআরডিবি কর্মকর্তা কাজী শফিকুর রহমান, সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরী, সমবায় কর্মকর্তা মাইনুদ্দিন হাছান, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমিন, থানার এসআই আনোয়ার হোসেনসহ সাংবাদিক, সরকারী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাবৃন্দ। বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু’র সঞ্চালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।