
সজীব হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
” মুজিব বর্ষের অঙ্গীকার রক্ষা করবো ভোটাধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে ৪র্থ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি পালন কল্পে গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা সদরের বিভিন্ন রাস্তায় র্যালী প্রদক্ষিন শেষে উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়ের সভাপতিত্বে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল
ইসলাম খান রাজু। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, নির্বাচন অফিসার আব্দুর রশিদ, যুব উন্নয়ন অফিসার শফিকুল ইসলাম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মুন্টু প্রমুখ। পরে নতুন ভোটার নিবন্ধন ও স্মার্ট কার্ড বিতরন করা হয়।