
হবিগঞ্জ জেলা স্টাফ রিপোর্টারঃ
বুধবার(২রা মার্চ) হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী মনতলা শাহজালাল কলেজে২০২১- ২০২২শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের পরিচিতি সভা, নবীন বরণ, সাস্কৃতিক অনুষ্টান ও পিঠা উৎসব করা হয়েছে। মনতলা শাহজালাল সরকারি কলেজে নবীন বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত
শাহজালা কলেজ ক্যাম্পাসে দিন ব্যাপি এই অনুষ্টান চলে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মফিজুল ইসলামের সভাপতিত্বে ও কাউছার আহামেদ – জান্নাতুল ফেরদৌস রিতুর যৌথ সঞ্চালনায় পরিচিতি ও নবীন বরন সভায় বক্তব্য রাখেন রাখেন প্রভাষক নুরুল ইসলাম, অলক চক্রবর্তী, কলেজের শিক্ষার্থী শাহ আলম সহ অনেকেই।
মনতলা শাহজালাল সরকারি কলেজে নবীন বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হলো শাহজালাল সরকারি কলেজের একাদশ শ্রেণীর প্রথম বর্ষের কলেজের নবীন শিক্ষার্থীদেরকে। মনতলা শাহজালাল সরকারি কলেজে নবীন বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত
নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সাজানো হয় গোটা ক্যাম্পাস এরি সাথে পিঠার ৬টি স্টলে ছিলো আকর্ষনীয় নানান বাহারি পিঠা, ইন্টার প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে সংবর্ধনা, ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়। বক্তব্য শেষে সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরা ও আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।