
মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ সদর উপজেলাধীন পৌর শহরের একডালা গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১১গ্রাম হেরোইনসহ শাহাদত নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)সদস্যরা।
বুধবার (২রা মার্চ) দুপুর ১২.৫০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ সদর থানাধীন একডালা মৌজার একডালা পশ্চিম পাড়াস্থ মোঃ চাঁন মিয়া নামের এক গরুর ব্যবসায়ীর বাড়ীর পশ্চিম পার্শ্বে ৫০/৬০ গজ দূরে পাঁকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১(এগার) গ্রাম হেরোইনসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল এবং নগদ ১০০০/- টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীঃ মোঃ শাহাদত হোসেন(৩৫), পিতা- মোঃ ইলিম হোসেন, সাং-কালিকাপুর পূর্বপাড়া, থানা-কাজীপুর, জেলা-সিরাজগঞ্জ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ৮(খ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।