
হবিগঞ্জ জেলা স্টাফ রিপোর্টারঃ
শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর গ্রামের মোঃ মোজাহিদ মিয়া(৩২) কারাদণ্ড প্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ।
০৩ মার্চ (বৃহস্পতিবার) অনুমান সকাল ০৯ঃ৩০ মিনিটে শায়েস্তাগঞ্জ থানাধীন পৌরসভার বিরামচর এলাকায় থেকে দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশসূত্রে জানাযায়, অজয় চন্দ্র দেব এর নেতৃত্বে, এসআই ছাইদুর ইসলাম, এএসআই লিটন চন্দ্র পাল, এএসআই মোঃ ইমাম হোসেন, সঙ্গীয় পুলিশ সদস্যের অভিযানে, গ্রেফতারকৃত আসামী, শায়েস্তাগঞ্জ থানাধীন পৌরসভা বিরামচর এলাকা থেকে ডাকাতি মামলার এজহারানামীয় আসামি ৬(ছয়) মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০/- অর্থদন্ড, অনাদায়ে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত মাদক ব্যবসায়ী মোঃ মোজাহিদ মিয়া (৩২) হবিগঞ্জ জেলার, শায়েস্তাগঞ্জ উপজেলার, বিরামচর গ্রামের, অলি মিয়ার ছেলে।
অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব জানান গ্রেফতারকৃত আসামীকে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।