
সাদেকুল ইসলাম পনির জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হিসেবে জনাব রাফিকুজ্জামান যোগদান করেছেন।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোঃ ইকরামুল হক টিটু’র পক্ষে প্রাধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ ইউসুফ আলী আজ বৃহস্পতিবার (০৩ মার্চ ২০২২) তারিখ তাঁর কক্ষে ফুলেল শুভেচ্ছায় রাফিকুজ্জামান’কে বরণ করেন।
জানা গেছে, জনাব রাফিকুজ্জামান বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩১ তম ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি ধুবাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তার দায়িত্ব থেকে অবমুক্ত হয়ে আজ ময়মনসিংহ সিটি কর্পোরেশনে যোগদান করলেন।
এ সময় ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।