
মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে গত ২ মার্চ বুধবার রাতে অভিযান পরিচালনা করে মোঃ তুষার ইমরান (১৮) ও মোঃ সজিব (১৯) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ব্রাহ্মণপাড়া থানাপুলিশ। এসময় তাদের কাছ থেকে বিপুলসংখ্যক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
থানাপুলিশ সূত্রে জানা গেছে, থানা অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহার নির্দেশে এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গত ২ মার্চ বুধবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার শশীদল ইউপিস্থ দক্ষিন তেতাভূমি (অনন্তপুর) গ্রামের কনু মিয়ার বাড়ীর সামনের নাইঘর টু হরিমঙ্গল গামী পাকা রাস্তার উপর হতে মোঃ তুষার ইমরান(১৮) ও মোঃ সজিব (১৯)কে গ্রেফতার করে। এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত তুষার উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেঁতাভূমি এলাকার কানু মিয়ার ছেলে। গ্রেফতারকৃত সজিব একই এলাকার মৃত ইউনুছ মিয়া প্রকাশ কালা মিয়ার ছেলে। তাদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা সত্যতা নিশ্চিত করে বলেন, “আসামী’দ্বয়কে যথাযথ পুলিশ এস্কট এর মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”