
ফেনী জেলা প্রতিনিধিঃ জাহিদ হাসান চৌধুরী
আজ ৩ রা মার্চ বৃহ:পতিবার বেলা ৩ ঘটিকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার উদ্যোগে জেলা শহীদ মিনার চত্বরে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের পথিকদের স্বত:স্ফুর্তভাবে আন্দোলনের সদস্য ফরম পূরণ করে সদস্য হতে দেখা যায়। জেলা সেক্রেটারী বলেন, সারাদেশের মত কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে ফেনী জেলাতেও এ কর্মসূচীর উদ্ধোধন হলো। আমাদের প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডেও এ কর্মসুচী মাসব্যাপী চলমান থাকবে।
জেলা সভাপতি প্রিন্সিপাল মাও. নুরুল করীম এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাও একরামুল হক ভুঞার পরিচালনায় সদস্য সংগ্রহ মাস উদ্ধোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা আন্দোলনের উপদেষ্টা মাওলানা গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রহমান ফরহাদ, প্রচার ও দাওয়া সম্পাদক কেএম বেলাল পাটোয়ারী, প্রশিক্ষণ সম্পাদক আলাউদ্দিন সাবেরী, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি সালাহউদ্দীন আইয়ুবী, শ্রমিক আন্দোলনের জেলা সেক্রেটারী এম মকসুদুর রহমান মিয়াজী, ছাত্র আন্দোলনের জেলা সভাপতি আবু রায়হানসহ প্রমুখ।
দেশব্যাপী সদস্য সংগ্রহ মাসের সফলতা কামনা করে নেতৃবৃন্দ দোয়া ও মুনাজাতের মাধ্যমে সন্ধা ৬ ঘটিকার দিকে প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা করে।