
পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ার টইটংয়ের গহীন পাহাড়ে আবারো র্যাব-১৫ এর অভিযানে অস্ত্র তৈরীর কারখানার সন্ধান পাওয়া গেছে। ৩ মার্চ দুপুর ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ একটি আভিযানিক দল পেকুয়ার টইটংয়ের চেপ্টামুড়া এলাকার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে দেলোয়ার হোছাইন প্রকাশ দেলু ডাকাত কে আটক করে।
সে টইটং ইউনিয়নের পূর্ব টইটং গুদিকাটা এলাকার মৃত আলী চাঁনের পুত্র। এ সময় র্যাবের কাছে জিজ্ঞাসাবাদে তার অস্ত্র কারখানার সন্ধান দেয়। এসময় র্যাব অস্ত্র তৈরীর কারখানায় অভিযান চালিয়ে ওই অস্ত্র কারখানা থেকে ১টি লংশোর্টার ওয়ান বেরেলগান,২টি থ্রীকোয়াটার, ২টি ওয়ানশোর্টার এস্মল পিসথল, অস্ত্রের বাটসহ অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করে।
এদিকে রাত ৮ টায় র্যাব-১৫ এর অধিনায়ক লে: কর্ণেল খাইরুল ইসলাম গহীন পাহাড়ে ওই অস্ত্র তৈরীর কারখানায় সাংবাদিকদের নিয়ে এক প্রেস ব্রিফিং করেন। এসময় তিনি বলেন, কক্সবাজারের পেকুয়ার দুর্গম পাহাড়ি এলাকায় সন্ধান মিললো অস্ত্র তৈরির কারখানার। র্যাব জানায়, এ কারখানায় তৈরি অস্ত্র সরবরাহ করা হতো স্থানীয় সন্ত্রাসী ও জলদস্যুদের কাছে। কক্সবাজারের পেকুয়ার সীমান্তবর্তী গহীন পাহাড়ি এলাকায় র্যাবের একটানা ৩/৪ ঘণ্টার অভিযান চালিয়ে বিকাল সাড়ে ৪ টায় অস্ত্র তৈরীর কারিগর দেলু নামের এক জনকে আটক করতে সক্ষম হয়। অনেকটা জনমানবশূন্য এই পাহাড়ে অভিযানের কথা টের পেয়ে একজন পালিয়ে গেলেও উদ্ধার করা হয় বেশকিছু আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম। আটক দেলু হত্যা, বনদখল, জলদুস্য, ভ’মি দুস্যসহ প্রায় ৭টির অধিক মামলার পলাতক আসামী। সে ওই আস্তানায় বসে এসব অস্ত্র তৈরী করে বিভিন্ন জলদস্যুও ভ’মিদস্যু ডাকাতদের অস্ত্রগুলো বিক্রি ও ভাড়া দিয়ে আসছিল।
এমন সংবাদে র্যাব ১৫ এর একটি দল অভিযানে চালায়। উল্লেখ ২ ফের্রুয়ারী ও ৩ ফের্রুয়ারী র্যাব ৭ এর একটি আভিযানিক দল এই দূর্গম পাহাড়ে অভিযান চালিয়ে ৩ জনকে আটক ও বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে। ওই এলাকায় ১১টি পাহাড়ে অভিযান চালানো হয়। এর মধ্যে ২টি পাহাড়ে এই বাহিনীর আস্তানা পাওয়া যায়। ইতিপূর্বে চট্টগ্রাম কক্সবাজারের উপকূলীয় এলাকার জলদস্যু বাহিনীর সর্দার কবির আহমদ ও তার ১৪ সহযোগীকে আটক করে র্যাব-৭-এর একটি টিম। দুর্গম এই এলাকাটি চট্টগ্রাম কক্সবাজারের সীমান্ত এলাকায় অবস্থিত।