ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবে আগামী দুই বছরের জন্য সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইকবাল হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক হিসেবে আবু কাউছার চৌধুরী রন্টি। শুক্রবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়।
এদিন সহ-সভাপতি হিসেবে আলী হায়দার রবিন, সহ-সাধারণ সম্পাদক শেখ মোঃ বিপ্লব ও অর্থ সম্পাদক শামীম খান নির্বাচিত হন।
এর আগে বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন গৌরীপুর প্রেসক্লাবের আহবায়ক এইচ এম খায়রুল বাসার। সদস্য সচিব মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি ম. নূরুল ইসলাম, বেগ ফারুক আহাম্মেদ, এডভোকেট জসিম উদ্দিন, ইকবাল হোসেন জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, সাদেকুর রহমান সেলিম, সদস্য আরিফ আহম্মেদ, ফারুক আহাম্মদ প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন স্থানীয় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, নির্বাচন কমিশনের সদস্য ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম ও লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]