
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৭, ২০২৫, ৭:২১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৭, ২০২২, ৪:২৮ পি.এম
ভালুকা সরকারী কলেজ ছাত্রলীগের কমিটি গঠন
ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ-
ভালুকা সরকারী কলেজ ছাত্রলীগের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সৃজন সরকারকে সভাপতি ও আদি আহাম্মেদ শাকিলকে সাধারণ সম্পাদক করা হয়। মঙ্গলবার সকালে জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আল আল-আমিন ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইমরান হোসেন অলির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়।
গত ২ ডিসেম্বর স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় জেলা ছাত্রলীগ শাখার অন্তর্গত ভালুকা সরকারী কলেজ শাখা ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে আগামী এক বছরের জন্য সৃজন সরকারকে সভাপতি ও আদি আহাম্মেদ শাকিলকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হলো।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।