
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৭, ২০২৫, ৭:২০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৭, ২০২২, ৫:৩৩ পি.এম
ত্রিশাল উপজেলা ও পৌর ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা
আব্দুল্লাহ আল ফাহাদ (ময়মনসিংহ) :
ময়মনসিংহের ত্রিশাল পৌর দুই সদস্য বিশিষ্ট ও উপজেলা বিশ সদস্য বিশিষ্ট আংশিক ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে ত্রিশাল পৌর ছাত্রলীগ কমিটির সভাপতি রাকিবুল হাসান রনি, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহান। উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মন্ডল ও সাধারন সম্পাদক মোমিনুল হাসান সোহানকে নির্বাচিত করা হয়েছে।
লিখিত প্রেস বিজ্ঞতিতে জানা যায়, গত ২ ডিসেম্বর শুক্রবার ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আল আমিন ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইমরান হোসেন অলির যৌথ সাক্ষরে কমিটি ঘোষণা করা হয়।
উপজেলা ছাত্রলীগের কমিটিতে অন্যরা হলেন, সহ-সভাপতি উবাইদুল্লাহ আল মাসুম টিপু, আলীফ মোহাম্মদ তানসেন, মোর্শেদুল হক মোর্শেদ, ইস্তেয়াক আহম্মেদ শুভ, আব্দুল্লাহ আল নাঈম, শোয়ায়েব হাসান, সালমান আহসান, আবু রায়হান, শরীফ আহমেদ। যুগ্ম সাধারন সম্পাদক সাদিকুল ইসলাম, আশিকুর রহমান বাবু, মাহাবুবুর রহমান আনাস, সোহেল হাসান, ইনজামুল হক তুষার। সাংগঠনিক সম্পাদক মাসুদ মিয়া, সারোয়ার হোসেন সাগর, শাহারিয়ার ইমন, মোহাম্মদ রাতিন।
অনেক দিন পর ছাত্রলীগ কমিটি ঘোষনার পর উপজেলা জুড়ে আনন্দ বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে অভিনন্দনের জোয়ার। কমিটি ঘোষনার পর পরই পৌর এলাকায় আনন্দ মিছিল করে পৌর ও উপজেলা ছাত্রলীগ।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।