বাংলাদেশ জমিয়তুল উলামা ও বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, ফিদায়ে মিল্লাত সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.) এর খলীফা, আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-এর আহ্বানে আয়োজিত কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বেলংকার ইসলাহী ইজতেমা আজ থেকে শুরু হয়েছে। ইসলাহী ইজতেমা বাস্তবায়ন কমিটির সদস্য ও বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সেক্রেটারি জেনারেল মাওলানা সদরুদ্দীন মাকনুন এ কথা জানান।
বাংলাদেশ জমিয়তুল উলামার অফিসিয়াল ফেসবুক পেজে ৪, ৫, ৬ মার্চ ২০২২, রোজ শুক্র, শনি ও রবিবার ৩ দিনব্যাপী ইসলাহী ইজতেমার এই সময়সূচি ঘোষণা করা হয়। মাওলানা সদরুদ্দীন মাকনুন গণমাধ্যমকে বলেন, ১৮, ১৯, ২০ ফেব্রুয়ারি তারিখে ইসলাহী ইজতেমাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত সেই তারিখ পরিবর্তন করে নতুন তারিখ অনুযায়ী ৪ মার্চ শুক্রবার উদ্ভোধনী বয়ান ও জুুুমআর নামাজের মধ্য দিয়ে আত্মশুদ্ধিমূলক ইজতেমা শুরু হয়েছে এবং ৬ মার্চ রবিবার সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে দেশবাসীর পরম আরাধ্যের আল্লাহপ্রেমীদের এ মিলনমেলা।
উল্লেখ্য, তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকার ইসলাহী ইজতেমায় দেশ-বিদেশের উলামা-মাশায়েখরা দিনভর কুরআন-হাদীসের আলোকে বয়ান ও মাঠের আমলের মাধ্যমে আগত ধর্মপ্রাণ মুসুল্লীদের মাঝে দ্বীনের দাওয়াত প্রচার করেন। তিন দিনব্যাপী ইজতেমার বিভিন্ন পর্বে ইসলাহী বয়ান, আম বয়ান, বিশেষ বয়ান, কুরআন তালিম ও তেলাওয়াত, জিকির ও দুরুদের আমলসহ ধারাবাহিক আত্মোন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি পালন করেন আগত মুসল্লিরা। ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করবেন, শাইখুল ইসলাম ফরীদ উদ্দীন মাসঊদ।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]