
মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী এলাকা শশীদলে গত ৩ মার্চ বৃহস্পতিবার মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদকসহ এক ব্যক্তিকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদক নিয়ন্ত্রণে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ৩ মার্চ বৃহস্পতিবার উপজেলার সীমান্তবর্তী এলাকা শশীদলে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা। এসময় হরিমঙ্গল বাজারের পূর্ব পাশের সীমান্তবর্তী এলাকা বাঁশতলী থেকে ৩ বোতল ফেন্সিডিলসহ বিল্লাল হোসেন (৫২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত বিল্লাল হোসেনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অভিযানে উপজেলা প্রশাসনকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ব্রাহ্মণপাড়া থানাপুলিশ সহযোগিতা করে।