
মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় বাস চাপায় রহিজ উদ্দিন নামের এক মোয়াজ্জিনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ঠা মার্চ) সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত রহিজ উদ্দিন সেখ (৬২) উপজেলার সয়দাবাদ ইউনিয়নের দুখিয়াবাড়ি গ্রামের মৃত ময়দান সেখের ছেলে এবং দুখিয়াবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জিন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি মোসাদ্দেক হোসেন নিশ্চিত করে জানান, সকালে রহিজ বাড়ি থেকে পায়ে হেঁটে কড্ডার মোড় যাওয়ার পথে অজ্ঞাতনামা একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই রহিজের মৃত্যু হয়।
মরদেহ উদ্ধার করে ময়াতদন্তের জন্য সিরাজগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।