
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) ৪৬৮ গ্রাম ওজনের ৪টি উন্নত মানের স্বর্ণের বার আটক করেছে। আটককৃত স্বর্ণের মূল্য ৩১ লক্ষ ২৯ হাজার ৩৬০ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি জানান, ০৩ মার্চ রাতে দর্শনা থানার ঝাঝাডাঙ্গা কবরস্থান এলাকা দিয়ে স্বর্ণ পাচার করা হবে মর্মে তার গোপন খবর পান। খবরের ভিত্তিতে ব্যাটালিয়ন সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় ঝাঝাডাঙ্গা কবরস্থান এলাকায় হতে মালিকবিহীন অবস্থায় ৪৬৮ গ্রাম বা ৪০.১২ ভরি ওজনের ০৪ টি উন্নত মানের স্বর্ণের বার আটক করে। আটককৃত স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে দামুড়হুদা থানায় মামলা হয়েছে।