
পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় বৈদ্যুতিক সর্টসার্কিট ও গ্যাস সিলিন্ডার বিষ্ফোরনে ৫ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ৪ মার্চ দুপুর সাড়ে ১২ টায় উপজেলার টইটং ইউনিয়নের মিত্তান্তর ঘোনা এলাকার নুরু মাঝির সেমিপাকা বসতঘর থেকে বৈদ্যুতিক সর্টসার্কিটে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে গেলে পাশে তার পুত্র তৌহিদ, শহিদুল ইসলাম, জাহেদুল ইসলামসহ ৪ টি সেমিপাকা বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার খবর পেয়ে পেকুয়ার দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এদিকে সন্ধ্যা ৬ টায় একই ইউনিয়নের ফজুরমুরা এলাকার নুরুল কবিরের বসতঘরে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরন হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, নুরুল কবিরের বসতঘরে রান্না করার সময় হঠাৎ করে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ হয়। এসময় আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়লে মূহুর্তের মধ্যে নুরুল কবির ও তার তিন পুত্রের বসতঘরও পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে পেকুয়া ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছার আগেই বসতঘরটি সম্পন্ন পুড়ে যায়। এদিকে খবর পেয়ে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেন টইটং ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধূরী। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক ভাবে সহযোগিতার আশ^াস দেন। পেকুয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ লিটন বড়–য়া অগ্নিকান্ডের সত্যতা জানিয়ে বলেন অগ্নিকান্ডের খবর পাওয়া মাত্রই অগ্নিকান্ডস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। একটু দূর্গম এলাকায় হওয়ায় যাতায়াতে সময় লেগেছে বেশি। তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।