আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক:
মাদারীপুরের কালকিনিতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে পূর্ব এনায়েত নগরের সমিতির হাট এলাকায় এ ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেল আরোহী দুইজন গুরুতর আহত হয়েছে। নিহত মুক্তিযোদ্ধা সমিতির হাট কালাই সরদারের চর এলাকার বাসিন্দা। বরিশাল মেডিকেলে নেয়ার সময় পথে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুত গতির একটি মোটরসাইকেল কালকিনির দিকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পথের পাশে দাড়িয়ে থাকা বীরমুক্তিযোদ্ধা মামুন আল রশীদ (৭০) নামে এক পথচারীকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহন হন ওই মুক্তিযোদ্ধা। এছাড়া মটরসাইকেলে থাকা তোফাজ্জল হাওলাদার ও ইমরান খান নামে দুই মোটরসাইকেল আরোহীও গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক আহত মুক্তিযোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
পরবর্তীতে বরিশাল নেয়ার পথে বীর মুক্তিযোদ্ধা মামুন আল রশীদ (৭০) মারা যান। পূর্বের দ্বন্দ্বের জেরে মোটরসাইকেল চালক এ ঘটনা ঘটাতে পারে বলে ধারনা নিহতের পরিবারের। এ ব্যাপারে কালকিনি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কালকিনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শামিম হোসেন বলেন, সড়ক দূর্ঘটনায় এক মু্িধসঢ়;ক্তযোদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন। এ ঘটনায় একটি মামলা হয়েছে ।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]