
প্রিন্ট এর তারিখঃ মার্চ ২০, ২০২৫, ৪:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২২, ৯:২৬ পি.এম
মাদারীপুরের কালকিনিতে মোটরসাইকেল চাঁপায় নিহত ১ আহত ২
আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদকঃ
মাদারীপুরের কালকিনিতে মোটরসাইকেল চাঁপায় এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেল আরোহী দুইজন গুরুতর আহত হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার সমিতিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুত গতির একটি মোটরসাইকেল কালকিনির দিকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পথের পাশে দাড়িয়ে থাকা বীরমুক্তিযোদ্ধা মামুন আল রশীদ (৭০) বছর বয়সী এক পথচারীকে ধাক্কা দেয়। এতে তোফাজ্জল হাওলাদার ও ইমরান খান নামের দুই মোটরসাইকেল আরোহীও গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে বরিশাল নেয়ার পথে বীর মুক্তিযোদ্ধা মামুন আল রশীদ মারা যান। এ ব্যাপারে কালকিনি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।