
প্রেস বিজ্ঞপ্তি
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন শাহীবাজার এলাকায় অভিযানে ০১ জন ওয়ারেন্টভূক্ত মাদক ব্যবসায়ী র্যাব-১১ কর্তৃক গ্রেফতার।
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ধসঢ়;ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ০৫ মার্চ ২০২২ তারিখে র্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন শাহীবাজার এলাকায় ০১ জন ওয়ারেন্টভূক্ত মাদক ব্যবসায়ী অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভূক্ত মাদক ব্যবসায়ী রাতুল ওসমান (২২), পিতা-ফজলুল হক, সাং-পূর্বশাহী, থানা- ফতুল্লা মডেল, জেলা- নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। –বার্তা প্রেরক– এ কে এম মুনিরুল আলম স্কোয়াড্রন লীডার উপ-পরিচালক কোম্পানী কমান্ডার র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ মোবাইল- ০১৭৭৭৭১১১১১