
মাহফুজ রাজা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ;
স্বামীর সঙ্গে অভিমান করে কিশোরগঞ্জের করিমগঞ্জে রিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শুক্রবার (৪ মার্চ) দিনগত রাতে উপজেলার সাধেরজঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিয়া ওই গ্রামের শাকিল মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, এক বছর আগে উপজেলার সাধেরজঙ্গল গ্রামের আলম মিয়ার ছেলে শাকিল মিয়ার সঙ্গে একই গ্রামের রিটন মিয়ার মেয়ে রিয়ার বিয়ে হয়। শুক্রবার দিনগত রাতে রিয়ার মোবাইলের এমবি ইন্টারনেটে ব্রাউজিং করেন স্বামী শাকিল। এতে করে মোবাইলের এমবি শেষ হয়ে যায়।
আর এ নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া হয় রিয়ার। পরে বাড়ির লোকজনের অজান্তে বসতঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রিয়া। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।