
ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ-
ময়মনসিংহের ভালুকায় অবৈধ ভাবে বনভুমি জবর দখলের অভিযোগ উঠেছে। অধিক পরিমান বনভুমি জবর দখল হচ্ছে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে। বনভুমি রক্ষায় স্থানীয় বন বিভাগ কতটুকু সোচ্চার সেটা নিয়েই উঠেছে প্রশ্ন। সম্প্রতি হবিরবাড়ী রেঞ্জ কার্যালয় থেকে মাত্র ৫শ গজ দক্ষিনে হবিরবাড়ী মৌজার ১৫৪ নং দাগে অবৈধ ভাবে বনভুমি জবর দখল হচ্ছে। জানা যায় ১৫৪ নং দাগে অবৈধ ভাবে মাটি ভরাট করে জায়গাটা দখলে নেন জনৈক নজরুল ইসলাম। তারপর তিনি বনভুমির জায়গাটা বিক্রি করেন জনৈক জহিরুল ইসলাম কাছে। সেখানে জহিরুল ইসলাম জমিটি জবর দখলের উদ্বেশ্যে সেখানে ঘর নির্মানের কাজ শুরু করে। বিষয়টি এলাকাবাসির নজরে এলে তারা স্থানীয় বন বিভাগকে অবহিত করার পর বন বিভাগ নির্মানাধিন ঘরটির এক অংশ ভাংচুর করে চলে যায়।
পরে সেখানে আবার ঘর নির্মান কাজ করতে দেখা গেছে। এদিকে একই দাগে হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগের সদ্য বহিস্কৃত সভাপতি রেজাউল করিম রিপন অবৈধ ভাবে ঘর নির্মান করলেও স্থানীয় বন বিভাগকে রহস্যজনক কারনে নিরবতা পালন করতে দেখা গেছে। স্থানীয়দের অভিযোগ বন বিভাগের লোকজনকে টাকা দিলে সব কাজই বৈধ আর টাকা না দিলেই সব বনের জমি আমরা এ পরিত্রান চাই। এ ব্যপারে ভালুকা রেঞ্জ কর্মকর্তা মহিউদ্দিন জানান জহিরুলের নির্মানাধিন ঘরটি ভেঙ্গে দিয়েছি এবং মামলা প্রকৃয়াধীন। এবং রেজাউল করিম রিপনের নির্মানাধিন ঘরটিতে বিট কর্মকর্তাকে পাঠিয়ে কাজ বন্ধ করতে নির্দেশ দিয়েছি এবং তাদের কি কাগজপত্র আছে সেগুলা দেখাতে বলেছি। প্রয়োজন হলে তার নামেও মামলা বন আইনে মামলা দেয়া হবে।