প্রেস বিজ্ঞপ্তি
ঢাকা জেলার আশুলিয়া থানাধীন এলাকা হতে সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতাসহ ১৪ সদস্য’কে গ্রেফতার করেছে র্যাব-৪
র্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই ও চোর চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র্যাবের জোরালো তৎপরতা অব্যাহত আছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, সংঘবদ্ধ ডাকাত চক্রটি ঢাকা-আরিচা মহাসড়কসহ দেশের বিভিন্ন জেলায় মহাসড়কে ডাকাতির মাধ্যমে বিভিন্ন অপরাধ কার্যক্রম পরিচালিত করে আসছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব উক্ত চক্রটি’কে আইনের আওতায় নিয়ে আসার জন্য ছায়া তদন্ত শুরু করে যার প্রেক্ষিতে অদ্য ০১ জানুয়ারি ২০২৩ তারিখ ভোরে র্যাব ফোর্সেস সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগীতায় র্যাব-৪ ও র্যাব-১১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিক্তিতে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন নবীনগর এলাকায় অভিযান পরিচালনা করে ০২ টি পিকআপ, ০১ টি রামদা, ০১টি হাসুয়া, ০১টি কুড়াল, ০১টি চাপাতি, ০১টি হাতুড়ী, ১৩টি মোবাইল, নগদ- ৩৮,২০০/- টাকা সংঘবদ্ধ ডাকাত দলের মূলহোতাসহ ১৪ জন সক্রিয় সদস্য’কে গ্রেফতার করা হয়ঃ ক। আলমগীর (২৩), জেলা-ঢাকা। খ। কবির হোসেন (৩৫), জেলা-নারায়নগঞ্জ। গ। রিপন (২৪), জেলা-নারায়নগঞ্জ। ঘ। রবিউল আউয়াল (৩৪), জেলা-নারায়নগঞ্জ ঙ। মোঃ জুয়েল (২১), জেলা-নারায়নগঞ্জ। চ। সুমন (৩৪), জেলা-নারায়নগঞ্জ। ছ। মোঃ রাজু (২৬), জেলা-ঢাকা। জ। আইয়ুব শেখ (৪৫), জেলা-মানিকগঞ্জ। ঝ। জুবায়ের (২৫), জেলা-নারায়নগঞ্জ। ঞ। জাকির (৩৫), জেলা-নারায়নগঞ্জ, ট। সোহেল (৪৩), জেলা-নারায়নগঞ্জ। ঠ। রাজন (২৪), জেলা-বরিশাল। ড। বিল্লাল হোসেন (৩৮), জেলা-নারায়নগঞ্জ, ঢ। মোঃ আব্দুল মালেক শিকদার (৬৮), জেলা-ঢাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়ক এলাকায় ডাকাতির সাথে সরাসরি জড়িত মর্মে স্বীকারোক্তি প্রদান করেছে। গ্রেফতারকৃত আসামী রিপনের বিরুদ্ধে ৩টি ডাকাতি মামলা, কবিরের নামে ৪টি ডাকাতি মামলাসহ আলমগীরের নামে ৭টি, রবিউলের নামে ৩টি ও অন্যান্যদের নামে ডাকাতি,মাদক, চুরির মামলায় রয়েছে।
উপরোক্ত বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অদূর ভবিষ্যতে এরূপ সংঘবদ্ধ ডাকাত দলের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
(মোঃ জিয়াউর রহমান চৌধুরী)
সিনিয়র সহকারী পুলিশ সুপার
সহকারী পরিচালক (মিডিয়া অফিসার)
পক্ষে পরিচালক
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]