
সজীব হাসান, আদমদীঘি (বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘির সান্তাহারে ১২ পিস নেশার অ্যাম্পুলসহ ফিরোজ হোসেন নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেন সান্তাহার টাউন পুলিশ ফাড়ীর সদস্যরা সন্তাহার টাউন পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে গত শনিবার(৫ মার্চ) বিকেল ৪ টায় সান্তাহার পৌর এলাকার মাইক্রো স্ট্যান্ডের সামনে অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ফিরোজ হোসেন(৩৫) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছে থেকে ১২ পিস অ্যাম্পুল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ফিরোজ হোসেন উপজেলার সান্তাহার পৌর শহরের আদর্শ পাড়া এলাকার মৃত আবুল কালামের ছেলে। এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরির্দশক আরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ব্যাপারে আদমদীঘি থানায় ঐ দিন সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।