
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৯:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৩, ৮:৩৪ পি.এম
নেত্রকোণার কলমাকান্দায় মাদ্রাসার ছাত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণ, গ্রেফতার ১
আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি :
নেত্রকোণা জেলার কলমাকান্দায় ১০ম শ্রেণির মাদ্রাসার এক ছাত্রী (১৪) দলবদ্ধভাবে ধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে।
থানা পুলিশ ও মামলার অভিযোগসূত্রে জানা যায়, কিশোরী গত ২৯ ডিসেম্বর পার্শ্ববর্তী গ্রামে তার খালার বাড়িতে বেড়াতে যায়। সেখানে খালার সাথে ইসলামী সভায় শুনতে যায় কিশোরী। ওইদিন রাত ১২ টার দিকে সভা চলাকালে বিদ্যুৎ চলে গেলে তখন খালাসহ কিশোরী তার খালার বাড়িতে ফিরে যায়। কিশোরী খালার বাড়ির পুকুরে হাতমুখ ধুতে গেলে আসামীরা কিশোরীকে হাতমুখে চেপে ধরে পুকুরের পার্শ্বে পতিত জমিতে নিয়ে কিশোরীকে দলবদ্ধভাবে ধর্ষণ করে
মামলার এজাহারনামীয় আসামী শাহ আলম (৩২) কে গ্রেপ্তার করেছে কলমাকান্দা থানার পুলিশ। সে কলমাকান্দা উপজেলার খারনৈ গ্রামের মৃত সাহেদ আলীর ছেলে। অন্য আসামীরা হলেন-একই উপজেলার গোবিন্দপুর গ্রামের রমজান আলীর ছেলে লিমন মিয়া ওরফে বাব্বা (২০) ও জয়নাল মিয়ার ছেলে রুবেল মিয়া (২২)।
কলমাকান্দা থানার ওসি আবুল কালাম পিপিএম জানান, আসামী শাহ আলমকে গ্রেপ্তারপূর্বক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং অন্যান্য আসামীদ্বয়কে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য সদর হাসপাতালে এবং ২২ ধারা মোতাবেক জবানবন্দির জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।