
মোঃ রনি মল্লিক বরগুনা জেলা প্রতিনিধি:
বরগুনার আমতলীতে বরগুনা জেলা যান্ত্রিকযান থ্রি -হুইলার শ্রমিক ইউনিয়নের ( রেজি: নং খুলনা ২০৬৩) ত্রিবার্ষিক নির্বাচন কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি সম্পাদক সহ পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিতরা হলেন, মো. জহিরুল ইসলাম খোকন মৃধা ও সাধারণ সম্পাদক মোঃ করিমুল হাসান ও মো.নিজাম হাওলাদার, কোষাধ্যক্ষ মোঃ কামরুজ্জামান।
শনিবার নির্বাচনে সহসাধারন সম্পাদক, আলমগীর হোসেন (তালা মার্কা) ১৯৬ ভোট, সাংগঠনিক সম্পাদক মোঃ মিলন (মোরগ মার্কা )২১৩ ভোট, আবদুল গাজি দপ্তর সম্পাদক( রিক্সা মার্কা )৩৩৬ ভোট, মোঃ জাহিদুল ইসলাম লাইন সম্পাদক (ঘোড়া) ৩৫৮ মার্কা, মোঃ ছালাম মাতব্বর প্রচার সম্পাদক (আম) ১৫৭ ভোট পেয়ে নির্বাচিত হন।
এবিষয় নব নির্বাচিত সভাপতি মো. জহিরুল ইসলাম খোকন মৃধা বলেন, কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশে শ্রমিকরা আগামী তিন বছরের জন্য তাদের প্রতিনিধি নির্বাচিত করেছেন। আশাকরি শ্রমিকরা যে ভাবে আমাদের নির্বাচিত করেছেন সারা জিবন যেন শ্রমিকদের কল্যানে কাজ করে যতে পারি।