
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৪:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৩, ১১:৩৩ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস চাপায় চালক নিহত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ঢাকা- সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস চাপায় মো: সানু মিয়া (৬০) নামে এক বিভাটেক চালক নিহত হয়েছেন। আজ বুধবার বিকেলে সরাইল উপজেলার বৈশামুড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সানু বৈশামুড়া গ্রামের মৃত লালু মিয়ার ছেলে।
সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, কুমিল্লা থেকে ছেড়ে আসা কুমিল্লা ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহি বাস সুনাগঞ্জের দিকে যাচ্ছিল। এসময় পথে বৈশামুড়া এলাকায় একটি বিভাটেক মহাসড়কের খেয়াল না করেই মহাসড়কটি পার হওয়ার সময় বাসটি বিভাটেককে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই বিভাটেক চালক সানু মিয়া নিহত হয়।
পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে পরিবারে পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহটি বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।