
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৬:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৩, ১১:১০ পি.এম
ফুলবাড়ীতে শীতার্তদের মাঝে যুব মহিলা লীগের কম্বল বিতরণ
মোঃ আজিজুল হক নাজমুল, স্টাফ রির্পোটারঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১০০ জন অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ যুব মহিলা লীগ ফুলবাড়ী উপজেলা শাখার বাস্তবায়নে মঙ্গলবার (২৭ জানুয়ারি ) বিকাল ৪ টায় ফুলবাড়ী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্বরে ১০০ জন গরীব অসহায়, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শামীমা আক্তার পারুলের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা উপজেলা আওয়ামী লীগের নব গঠিত কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা ফরিদা বানু চম্পা, উপজেলা আওয়ামীলীগের সাবেক কমিটির সদস্য আসমা খাতুন ডেইজি, উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য লুনা শেখ, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আম্বিয়া বেগম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শারমিন আক্তার পুতুল, উপজেলা যুব মহিলালীগের সাংগঠনিক সম্পাদক নুরে আক্তার, উপজেলা যুবমহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রাহিমা আক্তার, উপজেলা যুব মহিলা লীগের সহ সভাপতি শাহনাজ পারভীন, ছাত্রনেতা জাহিদ হাসানসহ উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অর্থায়নে সমাজ সেবক প্রবাসী মোঃ আবু চৌধুরী।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।