
সাদেকুল ইসলাম পনির জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ গফরগাঁও উপজেলা মশাখালী ইউনিয়ন বলদী গ্রাম মাজাহারুল শেখ (৩২), পিতা মোঃ হাসেন, গ্রাম বলদী থানা পাগলা উপজেলা গফরগাঁও জেলা-ময়মনসিংহ মাজাহারুল শেখ, ভূমি দখল থেকে শুরু করে চুরি-ডাকাতি-ছিনতাই নারী ব্যবসা, সকল অপকর্মের সাথে জড়িত চুরির ঘটনাকে কেন্দ্র করে, আরিফা আক্তার (২৫) স্বামী, শহিদ মিয়া গ্রাম বলদী থানা পাগলা উপজেলা গফরগাঁও জেলা-ময়মনসিংহ ৭ নং মশাখালী ইউপি, পরিষদের চেয়ারম্যান বরাবর দরখাস্ত করে এবং পাগলা থানায় সাধারণ ডায়েরি করে এর উপর কেন্দ্র করে স্থানীয় ৭ নং মশাখালী ইউপি, চেয়ারম্যান গ্রামে সালিশ করেন, এতে আসামিপক্ষ হাজির হয়নি, তার সাথে মুঠোফোনে কথা বলা যায়নি।
এই সময় উপস্থিত ছিলেন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ অত্র এলাকা বাসি সাধারণ জনগণের আশা মাজাহারুল শেখ কে আইনের আওতায় আনলে সমাজ এবং গ্রাম কলঙ্কমুক্ত হবে এটা সকলের প্রত্যাশা।