
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ১০:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৩, ১২:৪৫ এ.এম
পিরোজপুরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ০৪ ফেব্রুয়ারী শনিবার দুপুর ১২ টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
অধ্যাপক শ্রী তুষার কান্তি মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ হিন্দু বৈদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রোজারিও, অনুষ্ঠানের উদ্বোধন করেন সভাপতি মন্ডলীর সদস্য শ্রী মিলন কান্তি দত্ত। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ মোঃ ইয়াসিন আলী সহ আরো অনেকে।
এ সময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পিরোজপুর জেলা শাখার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।