সোহেল রানা, রাজশাহী প্রতিনিধি :
এই শিতকালে আসহায় ও ছিন্নমূল মানুষের কষ্টের সিমা নাই,তাই শিতের হাত থেকে বাঁচাতে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার কম্বল বিতারণ করা হচ্ছে সারা বাংলাদেশে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় সঠিকভাবে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতের শুরু থেকেই কম্বল বিতরণ করে আসছেন তানোর উপজেলার নির্বাহী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথ।
সরোজমিনে দেখা মিলেছে শীতের শুরু থেকেই তানোর উপজেলা ও পৌরসভার বিভিন্ন পাড়া মহল্লার অসহায় ও ছিন্নমূল মানুষ বিশেষ করে বয়স্ক নারী ও পুরুষ প্রায় প্রতিদিনই নির্বাহী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথের কাছে আসেন কম্বলের আশায় তাদের মাঝে কম্বল বিতরণ করেন পাশাপাশি উপজেলার বিভিন্ন ইউপিসহ পাড়া মহল্লায় গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার কম্বল বিতরণ করে আসছেন তিনি।
তারই ধারাবাহিকতায় চলতি মাসের ৫ ফেব্রুয়ারি তানোর উপজেলার কামারগাঁ ইউপিতে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।
এ সময়ে উপস্থিত ছিলেন, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরাদ।
আরো উপস্থিত ছিলেন, তানোর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম। উপজেলা তথ্য বিষয়ক কর্মকর্তা মৌসুমী খাতুন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]